1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

বিএনপির কাউন্সিল নির্বাচনে ভোটার ৪৫৯, ভোট পড়ল ৪৮৫

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন, কিন্তু গণনায় পাওয়া গেছে ৪৮৫টি ভোট। এই অসঙ্গতির কারণে ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার খোলাহাটি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আব্দুল আউয়াল আরজু বলেন, ভোট গণনার সময় দেখা যায়, বৈধ ভোটারের চেয়ে ব্যালট বেশি পড়েছে। এ ধরনের অনিয়মের কারণে কাউন্সিলের ফলাফল স্থগিত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মণ্ডল। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল এবং বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন।

জানা যায়, সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কাউন্সিল। এতে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মো. মোস্তফা কামাল। তবে সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনার সময় দেখা যায়, মোট ৪৮৫টি ভোট পাওয়া গেছে, যা ভোটারের চেয়ে সাধারণ সম্পাদক পদে ২৬টি ভোট বেশি। ফলে নির্বাচন নিয়ে বিতর্ক দেখা দেয়। এই অসঙ্গতির কারণে ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি