1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই লন্ডন-দিল্লি আর পিন্ডিতে বসে কোনো রাজনীতি চলবে না: সাদিক কায়েম শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন, সিদ্ধান্ত তাকেই নিতে হবে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, অগ্নিকাণ্ড ভারতকে বাদে বাংলাদেশ-চীনসহ কয়েকটি দেশ নিয়ে আলাদা জোট করতে চায় পাকিস্তান পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি স্বৈরাচার পতন দিবস আজ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব

জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অবমাননা

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জামালপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের দিনে আইন লঙ্ঘন করে সূর্যাস্তের পরও উড়ছিলো জাতীয় পতাকা। শনিবার দুপুরে শহরের ফৌজদারি মোড় এলাকায় ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

শনিবার সন্ধ্যা ৭টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুইটি ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, একটি ভবন নির্মাণাধীন রয়েছে। নবনির্মিত একটি ভবনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অফিস কক্ষ ও তিনটি পাঠদান কক্ষ রয়েছে। পার্শ্ববর্তী অপর ভবনটিকে করা হয়েছে মিলনায়তন। নতুন ভবন দুইটিতে আলোকসজ্জাও করা হয়েছে। তবে শ্রেণীকক্ষ ও মিলনায়তন ব্যবহার উপযোগী করতে আসন স্থাপনসহ অন্যান্য সাজসজ্জার কাজ চলছিলো। তবে সূর্যাস্তের পর রাতেও মিলনায়তন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় ছিল, যা জাতীয় পতাকার অবমাননা। আইন অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করার কথা থাকলেও এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের প্রথম দিনই জাতীয় পতাকা অবমাননার ঘটনায় হতবাক সচেতন নাগরিকগণ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোন উর্ধ্বতন কর্মকর্তা বা শিক্ষক ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান সরকার জানান, আজ ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখান থেকে চলে আসি। রাতেও ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় আছে কিনা আমার জানা নেই।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস জানান, সূর্যাস্তের পরও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারকে অবহিত করা হয়েছে। তারা ক্যাম্পাসে যাচ্ছে। কেন এমনটি ঘটেছে এ বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি।

উল্লেখ্য, গত ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়। এরপর থেকেই শহরের পাচরাস্তা মোড় সংলগ্ন অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি, আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞানসহ ১২টি বিষয়ের কোর্স চালু রয়েছে। সম্প্রতি শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ১৬ একর জায়গা বন্দোবস্ত দেয় প্রশাসন। সেই জমিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভবন নির্মান শুরু করে। আজ অস্থায়ী ক্যাম্পাস থেকে আইন বিভাগ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি