1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

গৌরীপুরে মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অক্টোবর মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা-ঈশ্বরগঞ্জ মহাসড়কে উপজেলার ঘাগলা মোড় এলাকায় মহাসড়কের পাশে তালবীজ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

তিনি বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই। এই প্রেক্ষাপটে আজকে ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর উদ্যোগে ১৭০০ তালবীজ রোপণ করা হচ্ছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দণ্ড স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দণ্ড হিসাবে কাজ করবে।

গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব বলেন, আগামী ১০ অক্টোবর গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অক্টোবর মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের আয়োজন করা হয়। এজন্য আমরা সংগঠনের সদস্যদের নিয়ে সেপ্টেম্বর মাসজুড়ে তালবীজ সংগ্রহ প্রতিযোগিতার আয়োজন করে দশ হাজার তালবীজ সংগ্রহ করি। আজকে উপজেলার ঘাগলা এলাকায় মহাসড়কের পাশে ১৭০০ তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি তালবীজ ফেলে না দিয়ে রোপণ করার জন্য প্রচারাভিযান চালানো হয়।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, হারুন টি হাউজের পরিচালক মো. হারুন মিয়া, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রমজানূর আহমেদ নাজিম, রাজিবুল হাসান- সদস্য, শিমুল মিয়া, ইফাত আরা, জারিন আক্তার, বাপ্পী আহমেদ, সজিবুল ইসলাম শান্ত, রাকিবুল ইসলাম শান্ত, বাকির মিয়া, হুমায়ূন আহমেদ, পাপ্পু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি