1. [email protected] : admin : Najmush Shakeer
  2. [email protected] : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

শেরপুরে প্রতিমা ভাঙ্গার তথ্য গুজব, প্রতিবাদে জেলা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুরে শ্রীবরদির ভায়াডাঙ্গাতে আসন্ন দূর্গাপূজার প্রতিমা ভাঙ্গার তথ্য গুজব বলে, প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আজ দুপুরে শ্রীবরদি উপজেলা শহরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক বিপ্লব দাম ঠান্ডু বলেন, শেরপুর জেলাধীন শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারস্থ ভূমি অফিস সংলগ্ন শ্রী শ্রী বারোয়ারী মন্দিরে গত ১লা সেপ্টেম্বর রোজ রবিবার সকালে মন্দিরের একটি বিরোধী চক্র মন্দিরের তালা ভেঙ্গে আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতাধীন প্রতিমাগুলো একত্রিত করে রাখে। সেসময় সদ্য মাটি দিয়ে প্রস্তুতকৃত খড়ের প্রতিমা থেকে কিছু মাটি খসে পরে।

কিন্তু এবিষয়টিকে মন্দিরের বিরোধী চক্র প্রচার করে যে শ্রী শ্রী বারোয়ারী মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। এরপর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে সরেজমিনে তথ্য সংগ্রহ করার জন্য একটি প্রতিনিধি দল প্রেরণ করে। জানা যায়, মন্দির কমিটির দুপক্ষের দ্বন্দ্ব রয়েছে। তার জেরেই পূজা মন্ডপ অন্যত্র স্থানান্তরের উদ্দেশ্যে প্রতিমাগুলো একত্রিত করা হয়। সেখানে প্রতিমা অক্ষত অবস্থায় ছিল। এছাড়া বর্তমান কমিটিকে প্রশ্নবিদ্ধ করার জন্যই অপর পক্ষ এই হীন অপচেষ্টা চালায়। আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর জেলা শাখা লক্ষ্য করি, কোন রকম যাচাই বাছাই না করেই উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু সংবাদ মাধ্যমে ভুল সংবাদ উপস্থাপন করা হয়েছে। যা শেরপুরের সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার অপচেষ্টা। এব্যাপারে শ্রীবরদি থানায় একটি সাধারন ডায়েরি করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি