1. [email protected] : admin : Najmush Shakeer
  2. [email protected] : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ

গৌরীপুর পৌরসভায় ৬০ কোটি টাকার বাজেট

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

নতুন কোন প্রকার করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে ৬০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৪৫৯ টাকা ৪১ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা। উদ্বৃত্তের পরিমাণ ৬০ লাখ ৫৫ হাজার ৭১৯ টাকা ৪১ পয়সা।

রোববার দুপুরে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

এসময় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম আধুনিক পৌর শহরের স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনার পাশাপাশি নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান।
পাশাপাশি পৌর শহরের উন্নয়ন কাজের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশারফ হোসেন।

বাজেট অধিবেশনে অংশ নেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, জিয়াউর রহমান, সাদেকুর রহমান, মোঃ এমরান, নারী কাউন্সিলর সালেহা আক্তার, পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি