1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে পুলিশের হাতে ভুয়া পুলিশ আটক

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভুয়া পুলিশকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। রোববার ভোরে উপজেলার কবীর ভুল সোমা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, মোবাইলে পরিচয়ের সুত্র ধরে প্রেম তারপর প্রেমিকার বাড়িতে এসে পুলিশের এসআই পরিচয় দিয়ে বিয়ে করে অবস্থান করছিলেন মনির খান নামে এক ব্যাক্তি। এসময় নিজের পরিচয় দিতে গিয়ে এসআই পরিচয় ছাড়াও ভিজিটিং কার্ড বিতরণ ও পুলিশ পরিচয়পত্র দেখান। এসময় স্থানীয়দের সন্দেহ তৈরি হলে খবর দেয় ঈশ্বরগঞ্জ থানায়। খবর পেয়ে থানার এস আই উমর ফারুক রাজুর কাছে ভুয়া এস আই হিসাবে ধরা খেয়ে আটক হয়। রোববার ভোর রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার কবীর ভুলসোমা গ্রামে এমন ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে সোমবার রাতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসোমা গ্রামের আব্দুল খালেকের মেয়ের গত ২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছে একজন এসআই এর সাথে। হঠাৎ এমন ঘটনা নিয়ে গ্রামেই কানাঘুষা শুরু হয়। এর মধ্যে জামাই গ্রামে বের হয়ে নিজেকে ভৈরব থানার এসআই হিসেবে চাকুরীতে আছে বলে পরিচয় দেন। সেখানে নাম বলেন মনির খান। কিন্তু এই বিষয়টি এলাকার অনেকের সন্দেহ হলে রোববার রাতে গ্রামের পাশেই মাইজবাগ বাজারে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই উমর ফারুক রাজুর কাছে এলাকার লোকজন বিষয়টি জানান।

এ বিষয়ে উমর ফারুক জানান, তিনি একটি ভিজিটিং কার্ড পেয়ে রোববার শেষ রাতে ওই এসআই এর খোঁজ করতে কবির ভুলসোমা গ্রামের আব্দুল খালেকের বাড়িতে যান। সেখানে গেলে কথিত এস আই নিজেকে ভৈরব থানার উপপরিদর্শক পরিচয় দিয়ে অসংলগ্ন কথা বলতে থাকেন। আর তখনি বিষয়টি ধরা পড়তে থাকে। এক পর্যায়ে নিজের এস আই এর পরিচয়পত্র দেখান। তখন ওই পরিচয় পত্রের আইডি নাম্বার চেক করে ও ভৈরব থানার দায়িত্বরত ডিউটি অফিসারের কাছে জানতে পারেন এমন নামে ভৈরব থানায় কোনো এসআই নেই। পরে জেরার মুখে স্বীকার করেন তিনি কোনো এসআই নন। বিয়ে করতেই এমন কৌশল অবলম্বন করেছিলেন। এ অবস্থায় শেষ রাতে তাকে আটক করে থানায় নিয়ে যান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান জানান, ভুয়া এই এসআই এর নাম ধরে অনলাইনে চার্জ করলে জানা যায়, তিনি হচ্ছেন মো.আব্দুর রহমানের ছেলে এনামুল কবির মনির খান। বাড়ির ঠিকানা দেখা যায় দুইটি। একটি নেত্রকোনা সদরের নাগড়া ও পূর্বধলা উপজেলার হিরণপুর। তাঁর নামে বিবাড়িয়ার নবীনগর, ডিএমপির শাহআলী ছিনতাইয়ের মামলা ও ময়মনসিংহ কোতোয়ালি থানায় ২০১৬ সালে ছিনতাই করার সময় হত্যাকান্ডের ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি