1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছে।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে যারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে ফতুল্লার বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার এসআই নূর মোহাম্মদ জানান।

নিহত সাকিল হোসেন নাঈম (২২) ইসদাইর এলাকার খলিল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটকরা হলেন- মো. হাবিব (২৫) ও হৃদয় মিয়া (২২)।

এসআই বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজনকে কুপিয়ে হত্যা করা হয়।

এছাড়া এ ঘটনায় লিমন নামে আরও একজন আহত হয়েছে এবং কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে বলে জানান নূর মোহাম্মদ।

নিহতের মা নাজমা বেগম সাংবাদিকদের বলেন, বাড়িতে মোবাইল ফোন চার্জে রেখে বাইরে গিয়েছিল নাঈম। পরে স্থানীয় লোকজনের কাছে ছেলেকে কুপিয়ে হত্যার খবর পান।

নাঈমের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি