1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপিতে যোগ দিলেন শাহাদাত সেলিম, পেলেন লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন চট্টগ্রাম বন্দরে প্রতিটি জায়গায় চাঁদাবাজি, প্রতিদিন ওঠে দুই-আড়াই কোটি রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহ গৃহকর্মীকে সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে : সালাউদ্দিন নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান ৫০ ব্যবসায়ীর কাছে ঋণ ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমান হাসিমুখে ট্রাইব্যুনালে শাজাহান খান, বিষণ্ণ পলক শেখ হাসিনার ‘হেভিওয়েট’ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

দালাল ধরতে মমেক হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ৭

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক এ কারাদণ্ড দেন। এর আগে, সকাল পৌনে ১০টার দিকে মমেক হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ অভিযান চলে প্রায় দুই ঘণ্টা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর চরপাড়ার মো. জুয়েল মিয়া (২৬), মো. আলাল উদ্দিন (৩২), শামসুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), মো. রতন মিয়া (৪৭) এবং পাভেল (২৩)।
আটকরা সবাই আশপাশের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১৪’র উপপরিচালক (অপারেশন অফিসার) মো. আনোয়ার হোসেন জানান, তারা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিত এবং বিভিন্ন সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাজে বাঁধা প্রদান করে আসছিল। সম্প্রতি মমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দালাল চক্র নির্মূলে র‌্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খাঁন বলেন, আমরা আশা করছি এ অভিযানের মাধ্যমে দালালরা আর হাসপাতালমুখী হবে না। এতে সাধারণ রোগীরা কোনো ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই তাদের যথাযথ চিকিৎসা সেবা পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি