1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

নেত্রকোনার সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) মারা গেছেন। মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেবেকা মমিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রেবেকা মমিনের গ্রামের বাড়ি মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াহাটিতে। তিনি এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

রেবেকা মমিন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী। ষাটের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতি শুরু করা রেবেকা দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার ওই আসন থেকে নির্বাচিত হন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

শহীদ ইকবাল জানান, এলাকাবাসীর কাছে সৎ, নির্লোভ ও একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত রেবেকা মমিন সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। সংসদ সদস্য হওয়ার পর আগের চেয়েতার সম্পদের পরিমাণ কমছিল। দুই বছর আগে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়ে তোলার জন্য মোহনগঞ্জের কাজিয়াহাটি মৌজায় পারিবারিক সম্পত্তি থেকে ১ একর ৬৪ শতক জমি দান করেন।

রেবেকা মমিনের পরিবার অনেক আগে থেকেই এ রকম দান করে অভ্যস্ত উল্লেখ করে শহীদ ইকবাল বলেন, “সংসদ সদস্য হওয়ার পর তিনি সব বিতর্কের ঊর্ধ্বে ছিলেন। কোনো রকম লোভ-লালসা তার ছিল না।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি