1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

জামালপুরের ৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ও ২৪৩টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

আগামীকাল বুধবার জামালপুরে ভূমি ও গৃহহীনদের জন্য ২৪৩টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলার মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় জানান, জামালপুর সদর উপজেলায় ১২৯, মেলান্দহে ৩৩, ইসলামপুরে ৪১ ও দেওয়ানগঞ্জে ৪০টিসহ মোট ২৪৩টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ২ শতাংশ খাস জমিসহ আধাপাকা ঘরের দলিল হস্তান্তর করা হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী জেলার ওই ৩টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সকাল ১০টায় সারাদেশের ৩৯ হাজার ৩৬৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করবেন। তার মধ্যে জামালপুর জেলার রয়েছে ২৪৩টি ঘর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি