1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

শেরপুরে জেলা ব্রান্ডিং কর্নার উদ্বোধন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে- শেরপুর’ এ শ্লোগানকে ধারণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ব্র্যান্ডিং কর্নার উদ্বোধন করা হয়েছে।

আজ ১৪ ফেব্রুয়ারী দুপুরে জেলা প্রশাসক সাহেলা আক্তার জেলা ব্র্যান্ডিং কর্নার উদ্বোধন করেন।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ এজেড মোর্শেদ, স্থানীয় বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তাদিরুল আহমেদ, মাহমুদুল হাসান, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনসহ সরকারি বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, এ ব্রান্ডিং কর্নারের মাধ্যমে শেরপুর জেলা ও জেলার পর্যটন শিল্প আরও বিকশিত হবে। তুলশী মালা ধানের চাল ও এ চালের তৈরি পণ্য সহজভাবে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি