1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন

টুইটারের ‘ব্লু টিক’ রাখতে চাইলে প্রতিমাসে ব্যয় হবে ২০ ডলার!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

টুইটার কিনেই কোম্পানিটির নিয়ম-নীতি বদলে ফেলার তোড়জোড় শুরু করেছেন ইলন মাস্ক। শীর্ষ পদস্থ প্রধান তিন নির্বাহীকে ছাঁটাইয়ের পর এবার মনোযোগ দিয়েছেন টুইটারের ব্যবহারকারীদের দিকে। টুইটারে তিনি জানিয়েছেন, নামের পাশে ‘ব্লু টিক’ ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আসছে। উল্লেখ্য, এত দিন শুধু বিশাল ফলোয়ার বাহিনী থাকলেই ‘ব্লু টিক’ পাওয়ার জন্য টুইটারের কাছে আবেদন জানানো যেত।

সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, ভেরিফিকেশন প্রসেস বা যাচাই-বাছাই প্রক্রিয়ার নীতিমালায় বদল আনতে ৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে টুইটারের প্রকৌশলীদের। নির্ধারিত সময় পার হলে চাকরি চলে যাবে বলে হুমকিও দেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ‘ব্লু টিক’ ব্যবহারের জন্য সাবস্ক্রাইব করতে হবে প্রিমিয়াম সেবা ‘টুইটার ব্লু’তে। এতে টুইট এডিট করা বা টুইট আনডু করার সুবিধা সংবলিত ‘টুইটার ব্লু’র সাবস্ক্রাইবার হতে মাসে মাসে ১৯.৯৯ ডলার বা দুই হাজার ২৫ টাকা গুনতে হবে। যাঁরা এরই মধ্যে টুইটারের ‘ব্লু টিক’ পেয়েছেন তাঁদের তিন মাসের সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রিমিয়াম সেবার সাবস্ক্রাইবার না হলে তাঁদের প্রফাইলের পাশে থাকা ‘ব্লু টিক’ সরিয়ে ফেলা হবে।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ আঙ্গর টিভি