1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রোজা ও পূজা নিয়ে মন্তব্য: জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক, নিঃর্শত ক্ষমা চাইলেন ময়মনসিংহের সেই চিকিৎসক চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ কুকুরছানা হত্যা মামলায় সেই নিশির জামিন সাজসজ্জার নামে রাষ্ট্রের ক্ষতি, দুদকের জালে সাবেক রাষ্ট্রপতি হামিদ আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে : মির্জা ফখরুল কওমি মাদরাসার সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আসিফ নজরুল

ঢাকা চট্টগ্রাম সিলেটে নির্দিষ্ট এলাকায় রবির ৫জি চালু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানী ঢাকার শাহবাগ ও ফকিরাপুলসহ চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত এলাকায় সীমিত পরিসরে বাণিজ্যিক ৫জি সেবা চালু করেছে রবি আজিয়াটা পিএলসি।

হুয়াওয়ে ও এরিকসনের কারিগরি সহায়তায় চালু হওয়া এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ (সোমবার) রবির কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, কমিশনার মাহমুদ হাসান ও মহাপরিচালক আমিনুল হক।

অনুষ্ঠানে বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, দেশে এখনো ৩৫ শতাংশ মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। তাই নতুন প্রজন্মের প্রযুক্তি চালুর পাশাপাশি গ্রামীণ জনগণ যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়েও নজর দেওয়া জরুরি। তিনি বলেন, ‘জি কোনো প্রযুক্তি নয়, এটি রিয়েল টাইম সল্যুশন। আমরা বিদ্যমান দুই লাখ কিলোমিটার ফাইবারকে পাঁচ লাখ কিলোমিটারে উন্নীত করতে কাজ করছি, যাতে দেশব্যাপী ৫জি বিস্তার সহজ হয়।’

রবির ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রশিদ বলেন, সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই দ্রুততম সময়ে ৫জি চালু করা সম্ভব হয়েছে। আপাতত গ্রাহকেরা ফোরজির সমপরিমাণ খরচে ৫জি ব্যবহার করতে পারবেন। আগামী বছর নাগাদ চাহিদার ভিত্তিতে ৫০০ সাইটে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবির চিফ কমার্সিয়াল অফিসার শিহাব আহমেদ ও কোম্পানি সচিব শাহেদুল আলম।

মূলত, বর্তমানে দেশে প্রায় ৬০ শতাংশ গ্রাহকের হাতে ফোরজি–সক্ষম হ্যান্ডসেট থাকলেও মাত্র ৭ শতাংশ মানুষের কাছে আছে ফাইভজি–সক্ষম হ্যান্ডসেট। বাজারে এর প্রকৃত ব্যবহারযোগ্যতা বা পেনিট্রেশন ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাইয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে রবি ও হুয়াওয়ের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো ৫জি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই বছরের ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলকভাবে ছয়টি স্থানে ৫জি চালু করলেও তা বাণিজ্যিক পর্যায়ে এগোয়নি। পরে ২০২২ সালে গ্রামীণফোন ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ৫জি ট্রায়াল পরিচালনা করে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এত দিন বাণিজ্যিক সেবা চালু হয়নি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত নীতিমালা অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের এক বছরের মধ্যে বিমানবন্দর, সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল ও বাণিজ্যিক এলাকায় ৫জি নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সেই বিধি মেনেই দেশের প্রথম অপারেটর হিসেবে বাণিজ্যিকভাবে পরীক্ষামূলক ৫জি চালু করল রবি।

গত আগস্টে বাণিজ্যিক সেবা চালুর অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে ৫জি প্রযুক্তি ব্যবহার নিয়ে সমীক্ষা করতে রবির সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেকের সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি