ময়মনসিংহ নগরীর বাগেরকান্দা এলাকায় নূরজাহান বেওয়া (৭০) নামের বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে ওই নারী আত্মহত্যা করে।
শনিবার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীর সাথে ছেলে ফারুক হোসেন ও পুত্রবধু সাবিনা আক্তারের অনেকদিন যাবত ঝগড়া-বিবাদ চলে আসছিল। সেই চাপ সইতে না পেরে তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত ১২ টায় ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷