1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বৃষ্টিতে নালায় উঠে আসা কই মাছ ধরে রেখেছিলেন মুখে, অতঃপর… জামালপুরে ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানির প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন বোরহানউদ্দিনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু গাছের ডাল-পাতা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩ বৃষ্টিতে আরব আমিরাতে বন্যা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ টোল প্লাজায় প্রাইভেট কারসহ কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১১ বোরহানউদ্দিনে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অবিবাহিত তরুণীর নামে মাতৃত্বকালীন ভাতা নেতানিয়াহু এ যুগের হিটলার: ওবায়দুল কাদের

বড় ভাইয়ের চেয়ারে ছোট ভাই!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার বিআরডিবির অধীনস্থ গৌরীপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে মাসুদুর রহমান শুভ্রর ভাই মো. আবেদুর রহমান প্রান্ত চেয়ারম্যান (সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন।

এ পদে থাকা গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র ২০২০সনের ১৭ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় নিহতের ঘটনায় পদটি শূন্য হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, সদস্য উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়া ও উপজেলা সমবায় অফিসার ফাহমিদা আক্তার লীমা স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি যোগীরডাংরী সমিতির মো. দোয়াদ মিয়া, সদস্য গিধাউষার মো. আব্দুল মান্নান, বিশ্বনাথপুরের মো. হাকিমুর রহমান, লামাপাড়ার মো. মজিবুর রহমান, বিষমপুরের মো. কবীর মাসুদ আলম, নতুনবাজারের মোছা. জাহানারা খানম।

এদিকে শুভ্র হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে। বুধবার মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র ২০২০ সনের ১৭ সেপ্টেম্বর খুন হন। এ ঘটনায় তার ছোট ভাই আবেদুর রহমান প্রান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। গত বছরের ৫ মে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ আদালতে প্রতিবেদন দেন।

এ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। বর্তমানে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ বিচার কার্যক্রম চলমান রয়েছে।

নিহতের চাচা সাদেকুর রহমান সেলিম বুধবার জানান, মামলার সাক্ষী শেষ পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি