সুনামগঞ্জ থেকে ঢাকায় পাচারকালে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার আগ মুহূর্তে ‘শাহজালাল এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি করে এই গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি কোরবান আলী (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার কোরবান আলী গাজীপুর জেলার জয়দেবপুরের বুরুলিয়া এলাকার নবাব মিয়ার ছেলে।
তাকে বুধবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন রুটে ভায়া নেত্রকোনা হয়ে ঢাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে একটি ব্যবসায়ী চক্র। তারা মঙ্গলবার রাত ৯টার দিকে শাহ্জালাল এক্সপ্রেসের একটি বাসে ট্রাভেল ব্যাগের ভেতরে করে ৪৪ কেজি গাঁজা বোঝাই করে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাভর্তি ব্যাগগুলো জব্দ করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, প্রথমে কোরবান আলী নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার পিটে ব্যাগ ছিল। এই ব্যাগ তল্লাশি করে তিন প্যাকেট গাঁজা পাওয়া যায়। তার দেওয়া তথ্যানুযায়ী শাহ্জালাল এক্সপ্রেসের ওই বাসের সিটের নিচে রাখা আরো সাতটি গাঁজাভর্তি ব্যাগ উদ্ধার করা হয়। কোরবান আলীর সাথে আরো লোক ছিল। তারা পালিয়ে গেছে।