1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

ময়মনসিংহে ইজিবাইককে ধাক্কা দিয়ে খাদে ট্রাক, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে বালু বোঝাই ড্রাম ট্রাক ধাক্কা দিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ভালুকা-গফরগাঁও সড়কে ধলিয়া রাংচাপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রান্দিয়া গ্রামের ইজিবাইক চালক হোসেন আলী (৪৫) ও করুরা গ্রামের মতিন মিয়া (৫৫)।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, একটি ব্যাটরী চালিত ইজিবাইক রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছিলো। এসময় একটি বালু বহনকারী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইককে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালক ও অপর এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় এক শিশু সহ আহত অবস্থায় চার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১ জন হাসপাতালে মারা যায় অপরজনের অবস্থা আশংকাজনক বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি