1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চিড়িয়াখানায় খাঁচার বাইরে সিংহ, নিয়ন্ত্রণের চেষ্টা কর্তৃপক্ষের আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল জোবাইদা রহমানকে নিতে বিমানবন্দরে পৌঁছেছে গাড়িবহর গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়কে’র দায়িত্ব পেলেন শহীদ গণহারে বদলি আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত স্কুলের তালা ভেঙে প্রাথমিকের পরীক্ষা নিলেন ইউএনও ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সপ্তাহে তিনদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলবে বিমান বাংলাদেশের ফ্লাইট খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের বাংলাদেশি যুবককে গুলি করে মারল বিএসএফ

কেন্দুয়ায় হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্প

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারের সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে ১৪ নং মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের ও বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর গ্রামের মৃতশিল্প আজ বিলুপ্তির পথে। আর এ কারনে লস্করপুর গ্রামের মৃৎশিল্পী বাসুনা, স্বরসতি, প্রিয়বালা ও নিখিল পালদের জীবন সংসার চলে খেয়ে না খেয়ে। এই শিল্প আজ হুমকির মুখে পড়েছে। বাজারে এই শিল্পের তেমন কদর না থাকায় পৈত্রিক পেশা ছেড়ে অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন পেটের তাগিদে।

রবিবার সরেজমিন গিয়ে কথা হয় লস্করপুর গ্রামের সুধাংসু পালের স্ত্রী বাসুনা পাল জানান, আমার ২ছেলে ১ মেয়ে ছিল, তাদেরকে বিয়ে দিয়ে আজ আমরা নিঃস্ব। আমরা এই গ্রামে ৮/৯ ডা পরিবার হাড়িপাতিল ঢাকনা, দইয়ের বাসুন ও মাটির কলস সহ অন্যান্য জিনিস বানাই। মাটি কিইন্যা আইন্যা অনেক খাডা খাটনির পর আমাদের পুরুষ মানুষরা এই সব জিনিসপত্তর গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা ধান চাওল দেয়া বিক্রি করে। তারা বাজারেও যায়। কয়েক বছর আগে এই মাডির জিনিসের যে কদর আছিন, এখন সিলভার ষ্টিলের বাসন পত্রের কারনে আমরার মাডির বাসুনের কদর কইম্যা গেছে। যে কারণে আমরা খাইয়া না খাইয়া কোন মতে আমরার সংসার চালাই।

গ্রামের নিখিল পাল জানান, এক টেলাঘারি মাটির দাম ৬শ টেহা। এই মাডি গুইল্যা কাইট্যা পরিপাডি করতে অয়। বাড়ির মেয়ে ছেলেরা এই মাডি দেয়া অনেক খাডা খাটনি কইরা বাসুন বানাইয়া রইদে শুকাইয়া তার পর পুড়তে ওয়। বাসুক কুসন আমরা গ্রামে গ্রামে নিয়া ও আমরা বাজারে বিক্রি করি। কিন্তু যে দামে বিক্রি ওয় খাডা খাটনির খরচ তাতে মিডেনা।

প্রিয়বালা ও আরতি পাল জানান, দিন দিনই মাডির বাসুন বানানুর দিন কইম্যা যাইতাছে। করোনার সময় আমরা খুব কষ্ট করছি। কিন্তু সরকারের তরফ থাইক্যা কোন রকম সায্য সহযোগিতা আমরারে কেউ করছেনা। কত কষ্ট কইর‌্যা যে সংসার চালাইছি তা প্রকাশ করা সম্ভব না। আমরা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সায্য চাই। যাতে আমরারে সায্য দেয়া এই মাডির শিল্পডা টিহাইয়া রাহে। সরকারের তরফ থাইক্যা আমরারে বিনা সুধে ঋণ দিলে আমরার কাজ কাম কইর‌্যা বাসুন টাসুন বানাইয়া সংসার চালাইতে খুব সুন্দর ওইব।

মৃৎশিল্পীদের দূরবস্থার বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান বলেন, করোনাকালীন সময়ে তাদেরকে কোন প্রনোদনা দিতে পারিনি। তবে কামার, কুমার, তাতি ও নাপিত তাদের বিষয়ে জরিপ চালিয়ে তাদের তথ্য সংগ্রহ করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। এখন তাদেরকে কিভাবে পুর্নবাসন করা হবে সেরকম নির্দেশনা এখনও আমরা পাইনি। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি