1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ

দুই বছরে হবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় : নবনিযুক্ত উপাচার্য

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে বলেছেন, ‘আগামী ৪ বছর বিশ্ববিদ্যালয় পরিচালনায় অ্যাকাডেমিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হবে। আপনারা আমাকে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস উপহার দিলে আমি আগামী দুই বছরের মধ্যে আপনাদেরকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারব বলে প্রত্যাশা করছি।’

বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর গতকাল রোববার এসব কথা বলেন। এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি পত্র দিয়ে যোগদান করেন।

পরে নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন ও রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর।

যোগদানের পর উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভাস্কর্য ও জাতীয় কবি নজরুল ইসলামের ভাস্কর্যের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কনফারেন্স কক্ষে সভায় মিলিত হন। সেখানে তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি