নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড়া রেলক্রসিং এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অভি রায়হান সাব্বির (২৯)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের মৃত আবু রায়হানের ছেলে।
জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক অনুষ্ঠানের দাওয়াতে অংশগ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। মোটরসাইকেলে ফেরার পথে পূর্বধলা উপজেলার জারিয়া-শ্যামগঞ্জ সড়কের খলিশাউড়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।