ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বৃদ্ধ শ্বশুরকে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে মেয়ের জামাই নজরুল ইসলাম (৫২)। বুধবার (১৫ ডিসেম্বর) আদালতে খুনের কথা স্বীকার করে জবানবন্দি দেয় নজরুল ইসলাম।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বুধবার রাতে বিষয়টি গণমাধ্যমকে জানান।
পুলিশের তথ্যমতে, জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ শ্বশুরকে খুন করার পরিকল্পনা করে নজরুল ইসলাম। গত সোমবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ও গলা কেটে হত্যা নিশ্চিত করে। মঙ্গলবার সকালে ৯৯৯ ফোন পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের জামাই নজরুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করে নজরুল ইসলাম।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ১৫ শতক জমি নিয়ে পার্শ্ববর্তী ওসমান, রাশিদ, শমসের ও আমজত আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল। তবে কিভাবে এ হত্যাকাণ্ড ঘটল তা ছিল রহস্যজনক। এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, আমাদের লক্ষ ছিল যত দ্রুত সম্ভব মামলার রহস্য উদঘাটন করা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তাকে প্রধান আসামি করে দুজন ও অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে।