1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের প্রার্থী হতে মানা উপজেলা নির্বাচন: বিএনপির কারণে ভিন্ন কৌশল নেওয়ার কথা জানালো আ.লীগ হাজিদের বিনামূল্যে খাবার-পানীয় সরবরাহ করা সেই বৃদ্ধ মারা গেছেন এবার বিশ্বের সেরা দোহার হামাদ বিমানবন্দর আইনজীবীর ভুলে ২১ বছরের সংসার ভাঙল মাত্র ২১ মিনিটে! ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বৃষ্টিতে নালায় উঠে আসা কই মাছ ধরে রেখেছিলেন মুখে, অতঃপর… জামালপুরে ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানির প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন বোরহানউদ্দিনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু গাছের ডাল-পাতা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩

আ.লীগের মনোনয়নবঞ্চিত দুই নেতা হলেন প্রিসাইডিং অফিসার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলায় আগামী ২৮ নভেম্বর ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের দুই নেতাও প্রিসাইডিং অফিসার (ভোটগ্রহণ কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন। নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচনে মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের ওই দুই নেতাকে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

জানা যায়, উপজেলার গোয়ালেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা তাঁতী লীগের সহসভাপতি এম এ রুহুল আমীন এবং গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ সাজু মাস্টার।

এম এ রুহুল আমীন জেলা তাঁতী লীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদেও আসীন রয়েছেন। এ ছাড়া তিনি স্থানীয় সভারচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শাহনেওয়াজ সাজু স্থানীয় আহম্মেদপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তাঁরা দুজনই জেলা ও ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং তা পূরণ করে জমা দিয়েছিলেন।

ইউপি নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে তাঁরা ব্যানার-ফেস্টুনে প্রচার-প্রচারণাও করেছেন। করেছেন এলাকায় গণসংযোগও। কিন্তু শেষমেশ তাঁরা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হন। মনোনয়ন পেয়েছেন ইউপির বর্তমান চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শাহনেওয়াজ সাজু মাস্টার প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা ইউপি নির্বাচনে গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে। এম এ রুহুল আমীন প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন চরগোয়ালিনী ইউপি নির্বাচনে ডিগ্রিচর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে।

চরগোয়ালিনী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলীনুর ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ব্যক্তিকে দিয়ে সুষ্ঠু ভোটগ্রহণ আশা করা যায় না।’

গাইবান্ধা ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক সরদার বলেন, ‘শাহনেওয়াজ সাজু মাস্টার আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে এখন কীভাবে প্রিসাইডিং অফিসার হন? তাঁকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন হবে না।’

গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহনেওয়াজ সাজু মাস্টার বলেন, ‘দল আমাকে মনোনয়ন না দিয়ে ইউপি চেয়ারম্যান হারুনর রশীদকে মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচনী দায়িত্ব পালন করতে চাইনি। কিন্তু কর্তৃপক্ষ আমাকে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছে।’

চরগোয়ালিনী ইউপি নির্বাচনে ডিগ্রিচর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এম এ রুহুল আমীন বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন কর্তৃপক্ষ। এটা আমার কোনো কিছু না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, ‘বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানান। পরে আমি দেখব।’

রিটার্নিং কর্মকর্তা ফারুক আল ফয়সাল বলেন, ‘এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অবগত করুন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. হোসনে আরা বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিল কি না, সেটা আমাদের জানা নেই। আমরা তাঁদের দায়িত্ব দিয়েছি শিক্ষক হিসেবে। বিষয়টি আগে জানালে ভালো হতো। এখন তো সময় কম। এর পরও বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি