আজ ৩রা নভেম্বর। ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া গ্রামে তেলিখালী যুদ্ধে নিহত শহীদদের জন্য নির্মিত স্মৃতিসৌধ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ, মহান শহীদদের কবর জিয়ারত, দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে এ উপলক্ষ্যে আচকিপাড়া আদিবাসী নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, সাবেক জেলা কমান্ডার আবদুর রব, ইউপি চেয়ারম্যান এম. সুরুজ মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান সহ মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
১৯৭১ সালের ৩রা নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার তেলিখালী ক্যাম্প পাকিস্তানি সেনাদের কাছ থেকে দখলমুক্ত করতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী এক সম্মুখযুদ্ধে লিপ্ত হয়। পাঁচ ঘণ্টার রক্তক্ষয়ী এই যুদ্ধে ১২৪ জন পাকিস্তানি সেনা ও তাদের শতাধিক সহযোগী রাজাকার আলবদরসহ ২৩৪ জনকে নিহত করে মুক্তিযোদ্ধাদের যৌথবাহিনী। এতে শহীদ হন মিত্রবাহিনীর ২১ জন জওয়ান ও সাতজন বীর মুক্তিযোদ্ধা।