জামালপুর সদর উপজেলা থেকে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪ জামালপুর এসব তথ্য জানায়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. সম্রাট (৪২)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ব্যবসায়ী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর রাতে সম্রাট সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরের দিন ওই স্কুলছাত্রীর বাবা সম্রাটকে প্রধান আসামি করে একটি মামলা করেন। ঘটনার পর তিনি গা ঢাকা দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ দিন ধরে সম্রাট ওই স্কুলছাত্রীকে মুঠোফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। ২৫ অক্টোবর রাতে সম্রাট কৌশলে ওই ছাত্রীকে তাঁর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ওই বাড়িতে গিয়ে তালা লাগিয়ে দেন। তবে সম্রাটের সহযোগী ফয়সাল তালা ভেঙে তাঁকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় বিক্ষুব্ধ লোকজন ফয়সালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
র্যাব-১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, ইতিমধ্যে সম্রাটকে দেওয়ানগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে নেওয়া হবে।