জামালপুরে মাদক রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মো. শরিফ (২৮) নামে এক মাদক কারবারিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জামালপুর জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার ২৮ (অক্টোবর) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শরীফ ময়মনসিংহ কোতয়ালী থানার ৭৮-বি বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা জানায়, ২০১৫ সালের ১ মার্চ সকালে জামালপুরের ইসলামপুর থানার মোশারফগঞ্জ বাজারস্থ রেল স্টেশনের পশ্চিম পাশে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হন শরিফ।
মামলার দীর্ঘ শুনানি ও ১০ সাক্ষীর মধ্যে ছয় জনের সাক্ষ্য-প্রমাণে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে আদালত এ রায় দেন।
এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র এবং আসামিপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট এইচ আর জাহিদ।