1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষা শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়টির স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় শুরু হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান ও সেকশন অফিসার মাহমুদুল আহসান লিমনসহ অন্যান্যরা।

বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ইউজিসির নির্দেশনা অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো শুরু করেছি। এতে শিক্ষার্থীরা আনন্দিত। এতে তাদের মানসিক চাপ কমবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সকল বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি