বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬১তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করণ, ‘বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্মৃতিফলকের উন্মোচন এবং বৃক্ষরোপণ ও কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের এই দিনে পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এবং তার পরিবারবর্গসহ ওই সকলকে যারা ১৫ আগস্ট শহীদ হয়েছেন। দেশের কৃষি ক্ষেত্রকে আধুনিকায়ন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সনের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণির সম্মাননা প্রদানকরে ঘোষণা করেন ‘আমি তোদের সম্মান দিলাম তোরা আমার মান রাখিস’। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পিছনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অপরিহার্য। আজ কৃষিক্ষেত্রে বৈষ্যয়িক উন্নয়ন ঘটাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ ব্যাপারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় সচেষ্ট।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারি, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কৃষিতত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, পোল্টি্র বিজ্ঞানের অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন, প্রধান প্রকৌশলী মো. শাহীন ইসলাম খান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইউছুব আলী মন্ডল প্রমূখ।