কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার সেতু এলাকায় সৈয়দ নজরুল ইসলাম চত্বর সংলগ্ন স্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের নবনির্মিত ম্যুরাল ও উদ্বোধনী নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শুক্রবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২৮) দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর ৬টার মধ্যে ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন। মামলা দায়েরের পর শুক্রবার বিকালে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পারভেজ (৪০) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পারভেজ জেলার ইটনা উপজেলার রায়টুটী পশ্চিমপাড়ার মৃত শাহজাহান চৌধুরীর ছেলে ও শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকার একটি ভাড়া বাসার বাসিন্দা।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও জেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে ‘নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কিশোরগঞ্জ যুব মহিলা লীগের সভানেত্রী শায়লা পারভিন সাথী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছেন।