1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ

গফরগাঁওয়ের জন্য সিনো ফার্মার ৩২০০ ডোজ টিকা বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রথম ডোজ হিসাবে ব্যবহারের জন্য সরকার সিনো ফার্মার ৩ হাজার ২০০ডোজ টিকা বরাদ্দ দিয়েছে। এই টিকা গ্রহণকারীদের দ্বিতীয় ডোজের জন্য আরো সমপরিমাণ টিকা জেলা সিভিল সার্জনের দপ্তরে সংরক্ষিত রয়েছে। একমাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তবে পূর্বে এস্টেজেনেকার টিকার প্রথম ডোজ নিয়ে যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি তাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান শুরু হয়েছে। প্রথম দিন ১৩৫জন টিকা গ্রহণ করেছেন। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান চলবে। ৩৫ বছর ও তদোর্ধ্ব বয়সের যে কেউ মোবাইল থেকে সুরক্ষা অ্যাপস-এ (www.surokkha.gov.bd) রেজিস্ট্রেশন করে বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ফেইজবুকে পোস্ট দিয়ে এলাকাবাসীকে টিকা গ্রহণের অনুরোধ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনউদ্দিন খান বলেন, ৩৫বছর ও তদোর্ধ্ব বয়সের যে কেউ মোবাইল থেকে সুরক্ষা অ্যাপস-এ (www.surokkha.gov.bd) রেজিস্ট্রেশন ও মেসেজ প্রিন্ট করে আমাদের কাছে নিয়ে এলেই বিনামূল্যে এই টিকা নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি