ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত দেখে দোকান বন্ধ করে ভেতর থেকে তালা লাগিয়ে দেয় স্বপন মিয়া (৩৮) নামে এক রড সিমেন্ট ব্যবসায়ী। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা ও তার সহযোগীরা ওই ব্যবসায়ীকে প্রায় ঘণ্টাখানেক ডাকাডাকি করলেও কোনো সাড়া না দিয়ে দোকানের ভেতরেই বসে থাকেন তিনি।
শনিবার (৩ জুলাই) দুপুরে পৌর শহরের মধ্যবাজারে এ ঘটনা ঘটে। স্বপন মিয়া পৌর শহরের মধ্য বাজার এলাকার রড-সিমেন্টের ব্যবসায়ী ও দাড়িয়াপুর গ্রামে অবস্থিত শাপলা ব্রিকফিল্ডের মালিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কঠোর বিধিনিষেধ অমান্য করে গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় দোকানের এক পাশের শাটার খুলে রড-সিমেন্ট বিক্রি করছিলেন স্বপন মিয়া। এ সময় ভ্রাম্যমাণ আদালত কোর্ট দেখে তিনি ভেতরে থেকে শাটার বন্ধ করে দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা বার বার ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ করেননি তিনি।
দীর্ঘ সময় অপেক্ষার গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে স্বপন মিয়াকে আবারও ডাকাডাকি করলে তিনি দোকান খুলে বাইরে বেরিয়ে আসেন। পরে সরকারি বিধিনিষেধ অমান্য করা ও ভ্রাম্যমাণ আদালতকে হয়রানি করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘ওই ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালত দেখে ভয়ে ভেতর থেকে দোকান বন্ধ করে দেয়। পরে অবশ্য দোকান খুলে সে বেরিয়ে আসে। এ ঘটনায় তাকে জরিমানা করা হয়েছে।’