1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ

গফরগাঁওয়ে দুই মাদক কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। পরে তাদের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রবিবার গভীর রাতে জন্মে জয় এলাকায় এ অভিযান চালানো হয়। আজ সোমবার আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই আব্দুল জলিল সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে জন্মে জয় এলাকায় অভিযান চালিয়ে সালটিয়া এলাকার শাহাব উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৩৭) ও চরআলগী ইউনিয়নের কামারিয়া চর গ্রামের অধোরটেক এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে দেলোয়ারা বেগম রিতাকে (৫১) আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ এর সত্যতা স্বীকার করে বলেন, মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি