1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

দ্বিতীয় দফায় আবারও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন নেত্রকোনার কৃষকরা।

বৃহস্পতিবার মধ্যরাতে নেত্রকোনার উপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস। এসময় জেলার বিভিন্ন উপজেলার বেশকিছু গ্রামে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

জেলার কলমাকান্দা উপজেলা, বারহাট্টা ও মোহনগঞ্জের বেশ কয়েকটি গ্রামে এই শিলাবৃষ্টি হয়েছে।
কৃষকরা বলছেন তাদের অনেক ক্ষতি হয়েছে। এমনও আছে কৃষকের আবাদকৃত পুরো জমিটিই শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।

কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বড় পারুয়া গ্রামের খাইরুল ইসলাম বিজয় জানান, ঝড়ো বাতাসের মধ্যে হঠাৎ কিছুক্ষণের শিলাবৃষ্টিতে মাটি সাদা হয়ে গেছে। ধানের জমিতে পড়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

কলমাকান্দার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, তার এক একর জমির পুরোটাই নষ্ট হয়ে গেছে। তবে নেত্রকোনা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলছেন, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছে। জেলার কলমাকান্দার পোগলা ইউনিয়ন, বারহাট্টার চিরাম ও মোহনগঞ্জের সদর এই তিনটি ইউনিয়নের খবর পেয়েছি। বিকাল নাগাদ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি