1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে লকডাউনে দিনভর চলল ভাইভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি প্রথম বর্ষের মৌখিক পরীক্ষা (ভাইভা)। প্রশাসনের নাকের ডগায় দিনভর এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। পরীক্ষায় নেয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের।

সোমবার (৫ এপ্রিল) সদর উপজেলা পরিষদের সামনে রামকৃষ্ণ মিশন রোডের মোড়ে ছোরতন নেছা নার্সিং ইনস্টিটিউটে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের এই ভাইভা পরীক্ষায় ২৪৫ জন শিক্ষার্থী অংশ নেন। গাদাগাদি করে রুমের মধ্যে শিক্ষার্থীদের বসিয়ে এ পরীক্ষা নেয়া হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি প্রথম বর্ষের ভাইভা শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। অনেক শিক্ষার্থী আবাসিক থেকে পরীক্ষা দিয়েছেন। আবার অন্যান্য জেলা এবং জেলার বাইরে থেকেও এসেছেন পরীক্ষায় অংশ নেয়ার জন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক ভাইভায় অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, ‘আজ লকডাউন জানার পরও পরীক্ষা দিতে এসেছি। আজ পরীক্ষা দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হবো।

ছোরতন নেছা নার্সিং ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ চায়না চক্রবর্তী বলেন, ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি প্রথম বর্ষের পরীক্ষা মার্চের ২১ তারিখ থেকে শুরু হয়ে ৩ এপ্রিল শেষ হয়। এরমধ্যে তড়িঘড়ি করেও পরীক্ষা নেয়ার সুযোগ না হওয়া স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হয়েছে।’

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘লকডাউনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি