1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে ধরা পড়ল ১১০ কেজি ওজনের বাঘা আইড়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনা নদীতে জেলেদের জালে ১১০ কেজি ওজনের বিশাল এক বাঘা আইড় মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে স্থানীয় জেলেরদের জালে ধরা পড়ে মাছটি। পরে স্থানীয় মাছ ব্যাবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে ১ লাখ ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়।

মাছ ব্যাবসায়ী সহিদুর রহমান জানান, আমি ১১০০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করে নিয়েছি এখন মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রেখেছি। বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুজে পাওয়া যাচ্ছেনা। ১৫০০ টাকা কেজি দরে কেউ ক্রয় করতে চাইলে মাছটি বিক্রি করব বলে আশা করছি। বিশাল আকারের মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, এই মাছটি গভীর পানির মাছ। আবহমান কাল থেকেই যমুনা ও তদসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এই মাছ দেখতে পাওয়া যায়। যে জেলের জালে মাছটি ধরা পড়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি