1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বুধবার সন্ধ্যার পর থেকে কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা জামালপুরে জেএএফ অনুর্ধ-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম -২০২৪ এর ময়মনসিংহ অঞ্চলের ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জামালপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন অপহরণের শিকার দেলোয়ার সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে অনুসন্ধান করবে দুদক গরমে কষ্ট পাওয়া ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ‘চিফ হিট অফিসারের’ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওএসডি, প্রয়োজনে গ্রেপ্তার ৪ মে থে‌কে বাড়ছে ট্রেনের ভাড়া গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, যাত্রী নিহত দলীয় সিদ্ধান্ত উপেক্ষা: ঝিনাইগাতীতে পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় এমপি শহিদুল

কুমিল্লার বাঙ্গরায় ছাত্রলীগের কর্মীসভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

কুমিল্লার বাঙ্গরায় ছাত্রলীগের কর্মীসভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত

সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর, কুমিল্লা :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানায় ছাত্রলীগের কর্মীসভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাঙ্গরাবাজার থানা আওয়ামীলীগ অফিসে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের উদ্যোগে মোবাইলের মাধ্যমে কর্মীসভা ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হিমেল আহম্মেদের সঞ্চালনায় ও আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, মুরাদনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ তমাল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম সওদাগর, ৮নং চাপিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাইয়ুম ভুইয়া, বাঙ্গরা সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, বাঙ্গরা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবু বক্কর সবুজ, ৬ং বাঙ্গরা ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবলু আলী খান, বাঙ্গরাবাজার থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমির হোসেন লালন প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালিকদারসহ বাঙ্গরাবাজার থানা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ। সভা শেষে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন। বাঙ্গরা বাজার থানার প্রত্যেকটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ২ হাজার বনজ, ফলজসহ বিভিন্ন প্রকৃতির গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন বলে জানান কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি