যেসব তথাকথিত বুদ্ধিজীবী ও কবিসাহিত্যিকরা বস্তুগত স্বার্থে ফ্যাসিবাদের পক্ষ নিয়ে ১৫ আগস্টে শোক জানিয়েছিলো তারা অনুভূতি শূন্য বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাওয়ে বেঙ্গল অডিটোরিয়ামে ৩৬ জুলাইয়ের উপরে প্রামাণ্যচিত্র ৩৬ জুলাই ফল অব ফ্যাসিস্ট প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।
প্রামাণ্যচিত্রে ফ্যাসিস্ট হাসিনার দমন পীড়ন ও জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলন তুলে ধরা হয় ৩৬ মিনিটে।
রুহুল কবির রিজভী বলেন,একদল তথাকথিত বুদ্ধিজীবী ও কবিসাহিত্যিক বস্তুগত স্বার্থের জন্য ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিলেন।
এসময়ে তিনি জুলাই অভ্যুত্থানকে একটি মহাঘটনা উল্লেখ করে নৃশংস এই ঘটনাকে আরও গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানান।
তিনি বলেন, এখনো ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।