1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

সাংবাদিকদের ওপর হামলার পর দাওধারা পর্যটন কেন্দ্র পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা গারো পাহাড়ে নির্মাণাধীন পর্যটন কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার বিকেলে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাওধারা পর্যটন কেন্দ্র এলাকা পরিদর্শনে যান। তার উপস্থিতিতে স্থানীয়রা বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং পর্যটন কেন্দ্র স্থাপনের দাবিতে বিক্ষোভ করে।

পরিস্থিতি উত্তপ্ত হলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ ছয় সাংবাদিক আহত হন।

এই ঘটনার পর সাংবাদিকদের নিরাপত্তা ও হামলাকারীদের শাস্তির দাবিতে সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি