বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যেই কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত্ব জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে ১৮০ কোটি ২৫ লাখ রুপির একটি বড় ধরনের প্রতিরক্ষাচুক্তি বাতিল করেছে বাংলাদেশ। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) গত বুধবার আনুষ্ঠানিকভাবে স্টক এক্সচেঞ্জকে চুক্তি বাতিল হওয়া বিষয়টি অবহিত করেছে। স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো বার্তায় জিআরএসই লিখেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।’
বাতিল হওয়া চুক্তিটির আওতায় ভারতীয় নৌবাহিনীর ‘টাগ বোট’ কেনার ক্রয়াদেশ ছিল বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। টাগ বোট হচ্ছে একটি বিশেষ ধরনের জাহাজ, যেটি খোলা সমুদ্রে দীর্ঘ দূরত্বে উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়।
ইন্ডিয়া টুডে লিখেছে, গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে এমন প্রতিশোধমূলক পদক্ষেপ এল।
ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জিআরএসই ভারতে জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে।’
দ্য হিন্দু বিজনেস লাইন লিখেছে, বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। কলকাতা-ভিত্তিক কোম্পানি জিআরএসই বাংলাদেশের কাছ থেকে ৮০০ টন ওজনের টাগ বোটটি তৈরির আদেশ পেয়েছিল।
গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগ বোট কেনার চুক্তিটি হয়েছিল। ২০২৩ সালে ঢাকা ও দিল্লির প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগ বোটটি ছিল প্রথম বড় কোনও ক্রয়াদেশ।