1. [email protected] : admin : Najmush Shakeer
  2. [email protected] : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ জুন ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

সবাইকে কর্মের ফল ভোগ করতে হবে : লুবাবা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শক-হৃদয়ে। তবে সেই পথ পাড়ি দিয়ে এখন লুবাবা এসেছেন ধর্মের পথে। ধর্মীয় সীমার মধ্যে থেকেই মিডিয়ায় কাজ করে যাচ্ছেন তিনি।

সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় লুবাবা। নিজের বিষয়ে অনুরাগীদের সবকিছুই জানাতে পছন্দ করেন। গতকাল রবিবারও এক দীর্ঘ পোস্ট দেন এ শিশুশিল্পী। যেখানে নিজের পরিবর্তনের কথা তুলে ধরেছেন।

পোস্ট দিয়ে লুবাবা লিখেছেন, ‘আমার এই পরিবর্তন ১ বছরের মতো। আমি অনেক ভিডিওতে বলেছি, ‘দিস চেইঞ্জ জাস্ট ফর আল্লাহ’ মানুষ দেখানো না। আমি যেই ব্রান্ডগুলোর সাথে কাজ করি তারা জানেন, যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয়, আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ।’

নিজেকে ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করতে চান জানিয়ে লুবাবা লেখেন, ‘যেই ব্রান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওইসব ব্রান্ডগুলো হয়েই কাজ করছি।

আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করবো। যদি এটা না পারি আমি এই মিডিয়া থেকেও একদিন লেফট নিবো। আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেক।’

ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে এ শিশুশিল্পী লেখেন, ‘আমি অনেক ছোট্ট একটি মেয়ে। এই আলো ঝলমলে লাইফ থেকে, আজ আমি নিজেকে অনেক চেইঞ্জ করেছি।

কিন্তু গুটি কয়েক মানুষ আমার পিছনে লেগেই আছে। যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যে বলে। আমি সবসময় ইগনোর করে যাই। মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে। তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি।’

স্ট্যাটাসের শেষাংশে লুবাবা লেখেন, ‘ভুলে যাবেন না, এই দুনিয়া অস্থায়ী। একদিন আপনাকেও, আমাকেও, আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি