ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৩ কেজি গাঁজাসহ হবিগঞ্জ জেলার দুই মাদক কারবারিকে মাদদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর একটি টিম আটক করেছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজাসহ একটি গাড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—সাব্বির মিয়া (২৭), পিতা: লুতু মিয়া এবং মামুন আহাম্মেদ (২৮) পিতা: মুখলেছ আহাম্মেদ। উভয়ের বাড়ি হবিগঞ্জ জেলার , চুনারুঘাট থানার চন্দনা এলাকা।
গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুই জনকে আটক করেন আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর এর একটি টিম এই কাজটি পরিচালনা করেন এবং ১৩ কেজি গাঁজা সহ দুই জনকে আটক করে।, “মাদক পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই তথ্য পাব, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর সহকারী পরিচালক কাউসারুল হাসান রনি,জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজার থেকে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় গাড়ির ডেসবোর্ড থেকে পলিটিনে মোড়ানো ১১ টি প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুর রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।