ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪২ টি মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে গত বুধবার মহাষষ্ঠীতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে বরণ করে নিয়েছেন ভক্তরা।
দেবী বরণের বাড়তি আনন্দ দিতে ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফুটাতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের আঠারবাড়ী মহীমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে ফ্রি হাট বসায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মুক্তির বন্ধন ফাউন্ডেশন’।
স্কুল মাঠে সেবাপ্রার্থীদের দীর্ঘ লাইন। ফ্রী হাটের আটটি স্টলে স্বেচ্ছাসেবীরা সাজিয়ে রেখেছেন, লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, চুড়ি, আলতা, সিঁদুর, সাবান ও শিশুদের জামা, প্যান্ট, গেঞ্জি, তেল, চিনি, সেমাই, নারিকেলসহ আরও অনেক পণ্য।
লাইনে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুরা একেএকে পছন্দসই পণ্য নিয়ে যাচ্ছে। শুধু পূজায় নয়,প্রতিবছর রোজা, ঈদ, পূজা, পহেলা বৈশাখ বা বিভিন্ন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে নিত্যপণের ফ্রি হাট বসিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এছাড়া এদিন শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সনাতন ধর্মবিষয়ক কুইজ। বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা
গেন্ধরাণী ও নিয়তি রাণী বর্মণ হাতে ব্যাগভর্তি সদাই নিয়ে হাট থেকে বের হওয়ার সময় বলেন,’পূজা উপলক্ষে শাড়ি, সিঁদুর, সাবান, সেমাই-চিনি ও নারিকেল পেয়েছি। খুব ভালো লাগছে।
সুনীল আচর্য নামে আরেক উপকারভোগী বলেন,’প্রতি পূজোতেই মুক্তিরবন্ধন ফাউন্ডেশন বিনামূল্য সদাইপাতি দেয়। এবারও লুঙ্গি, সেমাই-চিনি পেয়েছি।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুপুর জানায়,আলতা, জামা,মেহেদি ও বেলুন পেয়েছি। এগুলো পড়ে পূজোতে যাব, বেড়াতে যাব ভাবতেই খুশি লাগছে।’
প্রধান অতিথি হিসেবে পূজোর ফ্রি হাটের উদ্বোধন করেন,ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক ডা. আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার আজিজুল ইসলাম, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশীদ, উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, মময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু প্রমুখ।
মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন হীরা বলেন,’ ঈদ, পূজা, রোজা, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মুক্তিরবন্ধন ফাউন্ডেশন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ২০১৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ২ শতাধিক স্বেচ্ছাসেবীদের নিয়ে এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি পূজোর ফ্রী হাটের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে এবং পূজোয় নিম্ন আয়ের মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটবে।