1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

বাকৃবিতে উপাচার্যসহ যারা পদত্যাগ করলেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী ক্যাম্পাস ছেড়েছিলেন। তবে তার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবশেষে তিনি পদত্যাগ করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার ড. এমদাদুল হক চৌধুরী সচিবালয়ে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

এছাড়া বাকৃবির উচ্চশিক্ষা ও গবেষণা কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আফরিনা মোস্তারি, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. রফিকুল আলম পদত্যাগ করেছেন।

এর আগে ৫ আগস্ট সরকার পতনের দিন বিকেলেই প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি