1. [email protected] : admin : Najmush Shakeer
  2. [email protected] : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ জুন ২০২৫, ০২:০১ অপরাহ্ন

আওয়ামী লীগের আয়–ব্যয় দুটোই বেড়েছে, ব্যাংকে জমা ৯০ কোটি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ক্ষমতাসীন এই দলটির বছরে আয়–ব্যয় দুটোই বেড়েছে।

বিবরণী অনুসারে, ২০২৩ সালের ১ জানুয়ারি দলটির ব্যাংক হিসাবে জমা ছিল ৭৩ কোটি ২৭ লাখ ৫৪ হাজার টাকা। আর বছর শেষে অর্থাৎ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দলটির ব্যাংক হিসাবে রয়েছে ৯০ কোটি ৫৫ লাখ ৩১ হাজার টাকা।

এই সময়ে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। আয় ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা।

বিবরণীতে আয়ের খাতে বলা হয়েছে, মাসিক চাঁদা থেকে দলটি আয় করেছে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা। মেঘনা ব্যাংকের অনুদান ১ কোটি ১ লাখ টাকা। মনোনয়ন ফরম বিক্রি করে দলটি আয় করেছে ১৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। অন্যান্য ফরম বিক্রি করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকার। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ভাড়া বাবদ দলটি আয় করে ১৫ লাখ ৩৫ হাজার টাকা। ব্যাংক থেকে সুদ ৪ কোটি ৮৪ লাখ ৪১ হাজার কোটি টাকা। এছাড়া অন্যান্য খাত থেকে আয় ৩৭ লাখ ৭২ হাজার টাকা।

২০২২ সালে দলটির আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি