1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর এ আলম খানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল কবীর কাউছার, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও এসএম দীপন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্যানিটারী ইন্সপেক্টর মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, কাউন্সিলর মোস্তুফা কামাল, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
কর্মশালায় দীর্ঘস্থায়ী রোগ ক্যান্সার, হেপাটাইসিস, ডায়াবেটিস ও কিডনি রোগের কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে অবহিত করা হয়। এছাড়াও যে কোন রোগে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করার আহবান জানানো হয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি