1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

বৃদ্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, কারাগারে পুত্রবধূ ও নাতনি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বউ ও নাতনির বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

আজ সোমবার বিকেলে অভিযুক্ত পুত্রবধূ ও নাতনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। রোববার বৃদ্ধার ছোট ছেলে অনুজ গাঙ্গুলি বাদী হয়ে এ ব্যাপারে মামলা করেন। এরপর অভিযুক্ত মা-মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন বৃদ্ধার বড় ছেলের স্ত্রী উমা গাঙ্গুলি ও নাতনি অথৈ গাঙ্গুলি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শহরের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার এলাকায় মেইন সড়কের পাশে ৪ শতক জমির মধ্যে বড় ছেলে অসীম গাঙ্গুলিকে ৩ শতক লিখে দেন বাবা অমল কান্তি গাঙ্গুলি। গত বছরের ১৫ মে তিনি মারা যাওয়ার পর দুই ছেলে অসীম গাঙ্গুলি ও অনুজ গাঙ্গুলির মধ্যে এ নিয়ে বিরোধ বাধে। একপর্যায়ে স্থানীয় সালিসে দুই ভাইয়ের মাঝে সমান ভাগে জমি ভাগ করে সীমানাপ্রাচীর করা হয়। কিন্তু ছোট ভাইয়ের অংশটুকু লিখে দিতে গড়িমসি করায় তাঁদের মা অঞ্জলী গাঙ্গুলি বড় ছেলে অসীমের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। ফলে দুই পরিবারে ঝগড়া-মারামারি নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়। শুক্রবার আবার দুই পরিবারে ঝগড়া বাধলে বৃদ্ধাকে বড় পুত্রবধূ মারধর করেন।

পরে পুত্রবধূ উমা গাঙ্গুলি ও নাতনি অথৈ গাঙ্গুলি বৃদ্ধাকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেন। এ সময় রাস্তায় পড়ে বৃদ্ধার মাথা ফেটে গেলে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নেওয়া হয়। সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে বৃদ্ধাকে ছুড়ে ফেলার এ দৃশ্য ছোট পুত্রবধূ মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রোববার ছোট ছেলে অনুজ গাঙ্গুলি বাদী হয়ে বড় ভাই অসীম গাঙ্গুলি, বড় ভাবি উমা গাঙ্গুলি ও ভাতিজি অথৈ গাঙ্গুলিকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মা-মেয়েকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত অসীম গাঙ্গুলি পলাতক।

মামলার বাদী অনুজ গাঙ্গুলি বলেন, ‘জমি নিয়ে বড় ভাইয়ের সাথে বিরোধ চলে আসছে। জমি লিখে দেওয়ার কথা থাকলেও তারা গড়িমসি করে। শুক্রবার ভাবি ও ভাতিজি আমার মায়ের ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে মাথা ফাটিয়েছে।’

অভিযুক্ত উমা গাঙ্গুলি বলেন, ‘অনুজ আমার স্বামীর দোকান তিন মাস যাবৎ তালাবদ্ধ করে রেখেছে। ঘটনার দিন আমার মেয়ে প্রাইভেট পড়ে বাসায় এলে আমি বাসার গেট খুলে দিতে যাই। আমি বের হতেই অনুজ ও তাঁর বউ আমাকে মারার জন্য শাশুড়িকে লাঠি হাতে পাঠায়। শাশুড়ি লাঠি দিয়ে আমায় মারতে থাকে। এ সময় আমার মেয়ে ফেরাতে গেলে শাশুড়ি রাস্তায় পড়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘নাতি ও ছেলের বউ বৃদ্ধাকে মারধর করে রাস্তায় ছুড়ে ফেলে দেয় এমন সংবাদ পেয়েই আমি পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় বৃদ্ধার ছোট ছেলে রোববার মামলা দায়ের করলে দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি