ময়মনসিংহে নোংরা পরিবেশে অনুমোদনহীন গুড়া দুধ দিয়ে খাদ্য সামগ্রী তৈরিসহ বিভিন্ন অপরাধে ‘ঢাকা লিটন’ নামে বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর খাগডহর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
তিনি জানান, ‘ঢাকা লিটন’ নামে ওই বেকারিতে ময়লা, নোংরা, স্যাঁতস্যাঁতে ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হতো। এছাড়া অনুমোদনহীন গুড়াদুধ দিয়ে খাদ্যসামগ্রী তৈরি, কেক ও বিস্কুট বানানোর অপরিষ্কার ট্রে, লাড্ডু বানানোর উপাদান পোড়া তেল দিয়ে ভাজাসহ বিভিন্ন কারণে বেকারি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।