ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার চুরখাই থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহ আলম (৪৫), মো. জুয়েল (৪০), শহিদ (২৫), মো. বাদশা (২৮) ও আলমগীর হোসেল ওরফে আলম (৩৫)। গ্রেফতারকৃত শাহ আলমের বাড়ি লক্ষীপুরের রায়পুরে। অন্যদের বাড়ি ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, কোতোয়ালী থানাধীন চুরখাই বাজারে মজিবর ডিলারের রাইস মিল সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে পাঁচটি অটোরিকশাসহ পাঁচ চোরকে গ্রেপ্তার করা হয়। এরা সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য।
আসামিদের বাড়ি ভিন্ন ভিন্ন জেলায় হলেও তারা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা এবং শেরপুর জেলায় সংঘবদ্ধ হয়ে অভিনব কায়দায় অটোরিকশা চুরি করে। নগরীর গুরুত্বপূর্ণ স্পটগুলো ছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে লাগানো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। এদের বিরুদ্বে মামলা দায়ের হওয়ার পর এদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।