ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় অপহরণ ও গণধর্ষণ মামলার তিন আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সানোয়ার হোসেন (১৯), মো. উসমান আলী (১৮), মো. জলিল (২৮) ও মো. সুজন (২৫)। অপরজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, অপহরণ মামলায় দুই আসামি, গণধর্ষণ মামলার এক আসামি, মাদকসহ একজন এবং অন্যান্য মামলায় একজনসহ মোট ৫ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত দুই ভুক্তভোগীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়।