ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩ মাদক ব্যবসায়ীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালী মডেল থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আবু বক্কর রিপন (৩৫), মো. আলম মিয়া (২৫), মাহমুদ ওরফে সামদী (২১), মন্তাজ ওরফে মন্তা (৩৪), সাদ্দাম হোসেন (২৫), সজিব ঋষি (৩০), মো. জাহিদ (২৫), এমদাদুল হক (২০)। বাকি ৪ জনের নাম ও পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।