প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের (ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল) শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম দিনে সাত হাজার ৮১২ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
শেরপুর সদর থেকে পরীক্ষা দিতে আসা জেবুন নাহার সুমি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে আগের দিনই ঢাকায় চলে যেতে হতো। এবার ময়মনসিংহে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করায় সকালেই শেরপুর থেকে ময়মনসিংহে চলে আসি। বাড়ির কাছে পরীক্ষা দিতে পারায় খুব সুবিধা হয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে পরীক্ষা দিতে আসা কামরুন নাহার জানান, তারা কয়েকজন মিলে একটি মাইক্রোবাস ভাড়া করে ফজরের পর রওনা দেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। ছয়টি অনুষদে ‘ক’ ইউনিটে সাত হাজার ৮১২ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে ভর্তি পরীক্ষার্থীদের সেবা দিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।
এছাড়া চলতি মাসের ২, ৯, ২২ এবং ২৩ তারিখে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছয়টি অনুষদের বিভিন্ন ভবনে ২২ হাজার ৫৬৬ পরীক্ষার্থী অংশ নেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।